সারাদেশ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮, সাতজনই এক পরিবারের

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোট আটজন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার তরমুজ পাম্প সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত অবস্থায় তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়—এর মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে মারা যান।

রাজশাহী মেডিকেলে মারা যাওয়া দুজন হলেন মেহেরপুরের গাংনি উপজেলার মোছা. সীমা খাতুন (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. শাহাবুদ্দিন (৩২)।

এর আগে সকালে ঘটনাস্থলে মারা যান কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী শেলী বেগম (৬০), একই এলাকার আন্না খাতুন (৬০), আঞ্জুমান খাতুন (৭৫), ইতি খাতুন (৪০), এবং মাইক্রোবাস চালক রুবেল হোসেন।

পুলিশ সুপার জানান, নিহতরা সবাই কুষ্টিয়া ও মেহেরপুর থেকে আসা একই পরিবারের আত্মীয়। তারা সিরাজগঞ্জে অসুস্থ এক আত্মীয়কে দেখতে মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসের একটি চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীতমুখী রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন