সর্বশেষ

বিনোদন

উপদেষ্টাদের প্রতি আরও দায়িত্বশীল আচরণের আহ্বান আরশ খানের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ওই ভবনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। বিষয়টি নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম তথ্য, গুজব ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিহতের সংখ্যা ও পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেতা আরশ খান।

তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, “মাননীয় উপদেষ্টা, প্রখ্যাত শিল্পী কিংবা পরিচালক যারা মিসিং পোস্ট শেয়ার করেছেন—তাঁরাও তো মানুষ। তাঁদের ঘরেও শিশু আছে। জাতির এই সংকটকালে তারা বিচলিত হয়ে সাধারণ মানুষের মতোই উদ্বেগে ভুগছেন এবং নিজ অবস্থান থেকে সহানুভূতি জানানোর চেষ্টা করছেন।”

তবে পরিস্থিতি নিয়ে সরকারি তথ্য এবং প্রত্যক্ষদর্শী অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি থাকায় সংশয় প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, “যেহেতু দেওয়া তথ্যগুলো সরাসরি অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে মিলছে না, আমরা এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছি।”

আরশ খান আরও যোগ করেন, “এটা ভুলবশত হয়েছে নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত চক্রান্ত আছে—তা তদন্তের বিষয়। তবে অনুরোধ করব, সঠিক তদন্ত শেষে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরুন। যেন আমরা বিভ্রান্ত না হই।”

এই ঘটনার পর তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তার অভিনীত কোনো নাটক মুক্তি পাচ্ছে না, মাইলস্টোন ট্র্যাজেডির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন