শিক্ষিকার সাহসিকতার প্রশংসা করে মালয়েশীয় প্রধানমন্ত্রীর শোক

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এ ঘটনায় প্রাণ হারানোদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি, ২০ শিশু শিক্ষার্থীকে বাঁচানো সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বুধবার শোকসন্তপ্ত বার্তা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম বলেন, “ঢাকায় ঘটে যাওয়া এই দুর্দান্ত দুর্ঘটনার খবর শুনে আমি বাংলাদেশের মানুষের জন্য গভীর ব্যথিত। অনেকেই প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন শতাধিক মানুষ।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “নিহত তালিকায় থাকা সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরী বহু শিক্ষার্থীকে আগুন ও ধোঁয়ার মাঝ থেকে উদ্ধার করেছেন। তার এই অসাধারণ সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।”
বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে আনোয়ার ইব্রাহিম জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এক চিঠির মাধ্যমে শোক প্রকাশ করবেন তিনি। “আমরা এই দুঃখের সময়ে বাংলাদেশের পাশে আছি এবং প্রতিটি প্রাণহানির জন্য গভীর শোক ব্যক্ত করছি। আহত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল,” যোগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১৫৭ বার পড়া হয়েছে