নওগাঁয় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারে শোকের ছায়া

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রামে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ জুলাই) রাতে হাই বাবু ও মোমেনা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। তবে সকালে তাদের ছোট মেয়ে ঘুম থেকে উঠে মায়ের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে এবং বাবার মরদেহ ঘরের ছাদ থেকে রশিতে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
সে দ্রুত বাইরে গিয়ে প্রতিবেশীদের খবর দেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনাস্থল থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
১১৩ বার পড়া হয়েছে