সারাদেশ

বান্দরবানে বিএনপি অফিসে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি শিবু চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বান্দরবান সদরের বালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ জানান, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলায় অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করা হয় এবং বিএনপির শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেওয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় ১৭ জুলাই বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ১৮ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে অন্যতম শিবু চৌধুরী।

স্থানীয় সূত্র জানায়, শিবু চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—উন্নয়ন বোর্ডের রাবার বাগান থেকে চোরাচালান, বালাঘাটা কালীমন্দির ও বিভিন্ন অসহায় পরিবারের জমি দখল এবং নারী নির্যাতনের অভিযোগ।

এ বিষয়ে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে শিবু চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন