মাইলস্টোন স্কুলে সাংবাদিক ও অভিভাবকদের প্রবেশে নিষেধাজ্ঞা

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিক ও অভিভাবকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং স্কুলের ভেতরে শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুলটির প্রধান ফটকে ভেতর থেকে তালা দেওয়া হয়েছে। ফটকের পাশে অবস্থান করছেন নিরাপত্তাকর্মীরা এবং পুলিশের কয়েকজন সদস্যও সেখানে দায়িত্ব পালন করছেন। বাইরে অপেক্ষায় রয়েছেন গণমাধ্যমকর্মী ও অভিভাবকেরা। এছাড়া, আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে, তবে কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষের নির্দেশেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তারা শুধু অভ্যন্তরীণ কর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদেরকেই ভেতরে ঢুকতে দিচ্ছেন।
উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে স্কুলে আসেন অভিভাবক আমির হোসেন, যাঁর ছেলে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। ২১ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তাঁর সন্তানের কোনো ক্ষতি না হলেও তিনি স্কুল পরিদর্শনে আসেন।
এ সময় তিনি বলেন, "বিমান দুর্ঘটনার সময় আমি ঢাকার বাইরে অফিসের কাজে ছিলাম। গতকাল রাতেই ফিরেছি। আজ সকালে ছেলের স্কুলটা নিজের চোখে দেখতে এলাম। কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।"
এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১২৯ বার পড়া হয়েছে