জাতীয়

অবশেষে ৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আটকে থাকার পর পুলিশের পাহারায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ত্যাগ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তিনজন কলেজের একাডেমিক ভবন-৭–এ অবস্থান করছিলেন। বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভে অংশ নেন।

বিকেলবেলা একবার বের হওয়ার চেষ্টা করলেও দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তারা আবার ক্যাম্পাসে ফিরে যান। এরপর তারা একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেন এবং কলেজ চত্বরে রাখা গাড়িগুলোও সেখানেই নিরাপত্তার মধ্যে রাখা হয়।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায় কলেজ প্রাঙ্গণে সক্রিয় ভূমিকা পালন করতে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। এরপর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনজন নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কলেজ ত্যাগ করেন। তাঁদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর দিক দিয়ে অগ্রসর হয়।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিংবা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন