খেলা

একশ রানের আগেই ছয় উইকেট হারালো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
২৮ রানে চার উইকেট হারানোর পর ভালো একটা পথ খুঁজে পেয়েছিল বাংলাদেশ, যখন জাকের আলী ও শেখ মেহেদী দমদমে ব্যাটিং শুরু করেছিলেন।

কিন্তু মেহেদী ফিরে যাওয়ার পর ক্রিজে আসা শামীম হোসেন সফল হতে পারেননি। আহমেদ দানিয়ালের বলে বোল্ড হয়ে যাওয়ায় একশর আগে বাংলাদেশের ষষ্ঠ উইকেটও পড়ল।

টস হারিয়ে আগে ব্যাট করতে নেমে জিতলেই সিরিজ নিশ্চিত করা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পড়েছে বড় চাপে। ১৬ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলেছে টাইগাররা। ক্রিজে থাকা জাকের আলী ঝড় তুলতে পারেননি, ৩৩ বল মোকাবেলা করে করেছেন মাত্র ৩২ রান।

মেহেদীই একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি কিছু ঝড় তুলতে পেরেছেন। মাত্র ২৫ বল খেলে দুইটি চার ও দুইটি ছক্কায় ৩৩ রান করে দলের রানের ভাণ্ডার জমিয়েছিলেন। তার ও জাকেরের ৫৩ রানের জুটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

টিম কম্বিনেশনে পরিবর্তন এনে, তানজিদ তামিমের জায়গায় ওপেনিংয়ে নামেন নাঈম শেখ, পারভেজ ইমনের সঙ্গী হিসেবে। কিন্তু মাত্র ৭ বল খেলে ৩ রান করে ফিরতে হয় তাকে, ফাহিম আশরাফের দ্বিতীয় ওভারের বলটি স্কুপ করতে গিয়ে ধরা পড়েন মোহাম্মদ হারিসের হাতে।

পঞ্চম ওভারে অধিনায়ক লিটন দাসও আউট হন। সালমান মির্জার প্রথম বলেই ডিপ মিড উইকেটে হাসান নেওয়াজের হাতে ধরা পড়েন তিনি, মাত্র ৯ বল খেলে ৮ রান করেন লিটন।

একই ওভারে রানআউট হয়ে বিদায় নেন তাওহীদ হৃদয়। আগা সালমানের ডিরেক্ট থ্রো তাকে ফিরিয়ে দেন, রানের খাতাও খুলতে পারেননি হৃদয়।

আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ইমন আজ ব্যর্থ, ষষ্ঠ ওভারে মাত্র ১৪ বল খেলে ১৩ রান করে ফেরেন। এ উইকেট ছিল আহমেদ দানিয়ালের প্রথম আন্তর্জাতিক সফলতা।

রানরেট ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ মাত্র ৫৩ রান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন