জাতীয়

জুলাইয়ে শহীদ ও আহতদের জন্য সরকারের স্বীকৃতি ও আর্থিক সহায়তা ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

শহীদ পরিবারগুলো এককালীন ৩০ লাখ টাকা অনুদান এবং মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবে।

মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

উপদেষ্টা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ৮৪৪ জন ‘জুলাই শহীদ’-এর নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। শহীদ পরিবারের প্রতিটি পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি পরিবারকে উত্তরাধিকার আইনের আলোকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বাকি ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে বিতরণ শুরু হবে। অবশিষ্ট ৭২টি পরিবারের অনুদান প্রদানের কাজ পারিবারিক ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতা নিরসনের পর শুরু হবে।

এছাড়া, এখন পর্যন্ত ৭৫ জন ‘জুলাইযোদ্ধা’কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। বর্তমানে বিদেশে চিকিৎসাধীন ৪৬ জন এবং আরও ৩২ জন অপেক্ষমাণ। তাদের চিকিৎসায় সরকার এ পর্যন্ত ব্যয় করেছে ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা।

আহত ও শহীদ পরিবারদের কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়েও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও অনলাইনভিত্তিক তথ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) তৈরি চলছে।

জুলাইযোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে অনুদান দেওয়া হচ্ছে:

‘এ’ ক্যাটাগরি: এককালীন ৫ লাখ টাকা অনুদান। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৪৯৩ জনকে ২ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি ৩ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরে দেওয়া হবে।
‘বি’ ক্যাটাগরি: এককালীন ৩ লাখ টাকা। প্রাথমিকভাবে ৯০৮ জনকে ১ লাখ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
‘সি’ ক্যাটাগরি: এককালীন ১ লাখ টাকা। ইতোমধ্যে ১০ হাজার ৬৪২ জনকে এই অনুদান দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ ১০৬ কোটি ৪২ লাখ টাকা।

 

২০২৪-২৫ অর্থবছরে জুলাই শহীদ ও আহতদের সহায়তায় মোট ২৫৯ কোটি ৬৮ লাখ ৪ হাজার ২১২ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন ফারুক ই আজম।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন