পাওয়ার প্লে শুরুতেই চার উইকেট পড়লো বাংলাদেশের

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ নাঈমের ক্যাচ দিয়ে শুরু হয় উইকেট পতনের ধারা। এরপর চতুর্থ ওভারে তিন বলে দুটি উইকেট হারায় বাংলাদেশ—প্রথমে লিটন দাস এবং তারপর রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। ঠিক পরের ওভারে বিদায় নেন পারভেজ হোসেন ইমন।
তাওহিদ হৃদয় মিড অফে ঠেলে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করলেও আগা সালমানের সরাসরি থ্রোতে ফিরে যেতে হয় তাকে। রিপ্লেতে নিশ্চিত হয়ে আম্পায়ার আউটের সিগন্যাল দেন, তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫ রানে ৩ উইকেট।
সেই ওভারে তিন বল আগেই লিটন দাস ব্যর্থ হন আক্রমণাত্মক শট খেলতে—সালমান মির্জার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন হাসান নাওয়াজের হাতে।
এই প্রতিবেদন লেখার সময় ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৬ রানে ৪ উইকেট। উইকেটে রয়েছেন জাকের আলি (৬ বলে ৭*) ও মেহেদি হাসান (৪ বলে ২*)।
একাদশে পরিবর্তন, সিরিজ জয়ের ঐতিহাসিক সুযোগ
এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আজকের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদ। সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে বাজে বোলিংয়ের কারণে বাদ পড়েছিলেন শরিফুল, আবার নাঈম ফিরেছেন প্রায় তিন বছর পর একাদশে জায়গা পাওয়া ও ২৯ বলে ৩২ রান করার পর দল থেকে ছিটকে পড়ার অভিজ্ঞতা নিয়ে।
পাকিস্তানের একাদশেও একটি পরিবর্তন এসেছে। আবরার আহমেদকে বাদ দিয়ে অভিষেক ঘটেছে আহমেদ দানিয়ালের।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।
১০৭ বার পড়া হয়েছে