মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এক মিনিট নীরবতা

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এই শোকের মাঝেই আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে দুই দল এক মিনিট নীরবতা পালন করে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
খেলার আগে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন ক্রিকেটাররা। মাঠে উপস্থিত দর্শকরাও দাঁড়িয়ে তাদের সঙ্গে এই শোক পালন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে শোক প্রকাশ করেছে এবং বিভিন্ন স্মরণ কর্মসূচি হাতে নিয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নামেন।
শুধু মিরপুর নয়, বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজকের ম্যাচে কোনো ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বা গান-বাজনার আয়োজনও করা হয়নি, নিহতদের সম্মানে পুরো আয়োজন রাখা হয়েছে সংবেদনশীল ও নিরব।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত হয়েছেন শতাধিক। আইএসপিআর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে