জাতীয়

ধারণা করা হচ্ছে সেদিন ৩৫০ শিক্ষার্থী ক্লাসে ছিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পরপর দুইবার বিস্ফোরণ ঘটে।

এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন, যার প্রভাব পড়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দাদের ওপর।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে স্কুলের সিনিয়র শিক্ষক ওয়ালিউল্লাহ জানান, ঘটনার সময় তিনি স্কুলেই উপস্থিত ছিলেন। তিনি বলেন, "প্রথম বিস্ফোরণটা ছিল তুলনামূলক হালকা। তখন আগুন শুধু বিমানের পেছনের অংশে সীমাবদ্ধ ছিল। কিন্তু ৬-৭ সেকেন্ড পর দ্বিতীয়বার যখন বিস্ফোরণ ঘটে, তখন শব্দটা অনেক ভয়ঙ্কর ছিল এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।"

তিনি আরও বলেন, "ঘটনার সময় আমি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী করবো। এ সময় একটি স্কুলবাস থেকে এক শিক্ষার্থী বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বললো, 'স্যার, আমাদের বাঁচান।'"

ওয়ালিউল্লাহ জানান, মাইলস্টোন স্কুল ও কলেজ মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে স্কুল সেকশনে রয়েছে ৩ হাজার ৮০০ জন। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে তখন প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। 

তিনি আরও বলেন, "যুদ্ধবিমানটি রুটিন অনুযায়ী রাউন্ড নিচ্ছিল। মনে হচ্ছিল পাইলট হয়তো ঢাকার বাইরে চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।"

এই মর্মান্তিক ঘটনায় কতজন দগ্ধ হয়েছেন বা হতাহতের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন