জাতীয়

বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম চিরনিদ্রায় শায়িত

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিমান বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন।

বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক। জানাজায় রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী ও সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ আরও অনেকে।

এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে তার মরদেহ নেওয়া হয় নগরীর উপশহর এলাকায় পরিবারের ভাড়া বাসায়। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজার স্থলে পৌঁছে দেওয়া হয়।

জানাজা শেষে মরহুমের মরদেহ নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন