রাজনীতি

শিশুদের মৃত্যু 'ত্রুটি'র দায় বলে এড়াতে পারে না সরকার : মিতা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ ন্যাপ-এর সাংগঠনিক সম্পাদক মিতা রহমান বলেছেন, “এই দুর্ঘটনাকে শুধুমাত্র একটি ত্রুটির ফল বলে ব্যাখ্যা করে সরকার দায় এড়াতে পারে না।”

তিনি বলেন, “বসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন। এই দুর্ঘটনায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণযোগ্য নয়।”

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নারী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে মিতা রহমান এসব কথা বলেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার প্রতি আহ্বান জানান।

মিতা রহমান বলেন, “শাহাদাতবরণকারী ও আহত শিশু-কিশোরদের পরিবারগুলো যে শোক ও দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিহতের সংখ্যা ইতোমধ্যে ২৭ ছাড়িয়েছে, এবং যাঁরা আহত অবস্থায় বেঁচে আছেন তাঁদের অনেকের সুস্থ হয়ে ওঠার আশা চিকিৎসকরাও দিতে পারছেন না। রাষ্ট্রের দায়িত্ব এসব শিশুদের জীবনের প্রতি দায়িত্বশীলতা দেখানো, তাদের মা-বাবার চোখের জল ফেরানো নয়।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করতে হবে, নিহতদের সঠিক পরিচয় প্রকাশ করে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এছাড়াও তিনি বলেন, “বিমান বাহিনীর পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান সংযোজন করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।”

শোকসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী আন্দোলনের ভারপ্রাপ্ত সদস্য সচিব জীবন নাহার, কেন্দ্রীয় নেত্রী সবিতা সুলতানা, অধ্যাপিকা শিউলী সুলতানা, নাজমা আক্তার, আনোয়ারা বেগম ও কাকলি রহমান প্রমুখ।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন