ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আটক, অস্ত্র উদ্ধার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ের পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা আটজন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র।
সোমবার (২১ জুলাই) রাতে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: মিলন (৩৪), মো. ইমন হোসেন (২৫), মো. মেহেদী হাসান (২৭), মো. চঞ্চল মিয়া (২৬), মো. জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), মান্নান বেপারী (২২) ও সাইদুর রহমান তারেক (৩৫)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া আরও ৬ জনসহ অজ্ঞাত ৮-১০ জন ডাকাত পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, "স্থানীয়রা ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজনদের আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ পালিয়ে যাওয়া ডাকাতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
২৭৮ বার পড়া হয়েছে