সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় চালু হলো অনলাইন জিডি সেবা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। সাতক্ষীরা জেলার ৮টি থানায় এখন থেকে ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ থাকছে নাগরিকদের জন্য।

সোমবার রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানা প্রাঙ্গণে এই অনলাইন জিডি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, জেলার সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা সহজেই বাসা থেকে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি উভয়ই কমবে।

এই সেবাটি গ্রহণের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত জিডি সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, অনলাইন জিডি কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলার প্রতিটি থানায় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং কম্পিউটার অপারেটর প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে সেবা প্রদান প্রক্রিয়া হয় দ্রুত ও কার্যকর।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন