সর্বশেষ

জাতীয়

ন্যায়বিচারের দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সকালে স্কুল প্রাঙ্গণে জড়ো হন নিহতদের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সকাল ৯টায় শিক্ষার্থীরা এক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। আয়োজকরা জানিয়েছেন, এই আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে তারা আপসহীন থাকবেন।


‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’ স্লোগান ধারণ করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেছেন, যা নিম্নরূপ:

১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে দোষীদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান চালু করতে হবে।
৬. প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকার নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনায় পুনর্বিন্যাস করতে হবে।

এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীরা দাবি করছেন, তদন্তের ফলাফল যেন স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে প্রকাশ করা হয়।


শিক্ষার্থীদের দাবি, এই দুর্ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়—এটি একটি কাঠামোগত অব্যবস্থাপনার প্রতিফলন, যা সংশোধন না হলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন