উত্তরায় বিমান বিধ্বস্তে ২০ জন নিহত, আহত ১৬৪: আইএসপিআর

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২১ জুলাই) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, হতাহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন চিকিৎসাধীন এবং ২ জন নিহত, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৪ জন চিকিৎসাধীন এবং ১১ জন নিহত হয়েছেন।
এছাড়া, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন নিহত, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন চিকিৎসাধীন এবং ২ জন নিহত, উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন এবং সেখানে একজন মারা গেছেন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
১১২ বার পড়া হয়েছে