বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন থেকে চল্লিশপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন উদয়নগর বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং ৪৭ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
অভিযানে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল ও ৩ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করে তা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অবৈধ জাল ও মৎস্য আহরণ রোধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১১২ বার পড়া হয়েছে