রেড মওলানার সেই কথাটি...

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
"রেড মওলানা " নামটি আপনারা সকলেই চেনেন বা শুনেছেন।
বলে নেই রেড মওলানা ছিলেন বাংলাদেশের অশীতিপর রাজনৈতিক নেতা মরহুম মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সেকালের পাকিস্তানের একজন সকলের শ্রদ্ধেয় রাজনৈতিক নেতা ছিলেন এদিকে তো অবস্যই ।
একটি ছোট্ট ঘটনার অবতারনা করি এখানে - তবে স্থান বা কালের বিষয়ে যেহেতু আমি নিশ্চিত নই সেহেতু সময় বা স্থান সম্পর্কে বলছি না তবে যতদুর মনে পরে ঘটনাটি সেকালের পশ্চিম পাকিস্তানের করাচী বা লাহেরের একটি জনসভার ঘটনা। সেই জনসভার স্টেজে একজন লুন্গি পান্জাবী পরা বয়স্ক নেতা ছিলেন। তিনি যখন বক্তৃতা দিতে মাইকের সামনে এসে দাড়ালেন তখন পাকিস্তানী রা ভাবলো " এ আবার কে রে বাবা! " যেরকম পাকিস্তানি রা আমাদের নিয়ে ভাবতো সেরকমই সেই ভাবনা। কিন্তু রেড মওলানার বক্তৃতা শুনে বিমোহিত হল সেই জনসভার উপস্হিত জনতা। চমৎকৃত সকলেই। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সে সময় থেকেই তাঁর " রেড মওলানা" খেতাবে ভূষিত হতে শুরু করলেন। সেই সময়টা সম্ভবত ছিল ভারতবর্ষ ভেন্গে ভারত পাকিস্তান জন্ম নেবার সময়৷ এ সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী , শহীদ সোহরাওয়ার্দী হোসেন , বন্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই এক রাজনীতির প্লাটফর্মে ছিলেন।
সেই প্লাটফর্ম ভেন্গে আওয়ামী লীগ ও ন্যাপের জন্ম হয়েছিল আরো পরে, সে সময়টি বৈরুতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইন্তেকাল করার পরে পরেই । সে কথা পরে আর এক লেখায় আপনাদের শুনাবার ইচ্ছে রইল। এখন আসি " রেড মওলানা " বিষয়ে। আমাদের জাতীয় রাজনীতি বা বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান মনে করা হয় সবসময়।
তিনি এ জাতিকে পথ দেখিয়েছেন বহুবার। মনেপ্রাণে একজন মওলানা, সমর্থন করতেন মহান চীনের নেতা মাও সে তুং কে, আাবার ইসলামের একজন শ্রদ্ধেয় জানা শোনার কারনেই তিনি যখন " মওলানা" পদবী তে ভুষিত ছিলেন সেহেতু বলা চলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশের মানুষের জন্য ইসলামী দর্শন মতই পথ দেখাতে কারপন্য করেন নাই। তিনি এদেশের মানুষের জন্য একটি পথ বাতলে দিয়েছিলেন, আজ বাংলাদেশের জনগনেকে সেই পথের দিকে তাকাতে হবে এটি নিশ্চিত। সময় এমন বলছে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকে নড়েচড়ে ঘোড়ার পিঠে সহিস হতে চাওয়া বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে তখনি বলেছিলেন """ জামায়াতের রাজনীতি কুকুরের চেয়েও নিকৃষ্ট। কখনো তাদের অনুসরন করিও না।""
বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে দলটি তাদের, আমাদের মহান মুক্তিযুদ্ধে পরিস্কার সংহারী রুপ ধারনের কারনে মাফ না চেয়ে ফাঁকতালে মুক্তি পেতে চায় -- তাদের এহেন মাবসিকতার কারনে আজ বাংলাদেশের জনগনকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উপরের বলা কথা অবস্যই মনে ধারন করা উচিত। সে কথা মনে করিয়ে দিলাম এই লেখার মাধ্যমে। আমি বিশ্বাস করি - এ দেশের মানুষ কখনই এদেশের মানুষের স্বাধীকার ও স্বাধীনতা প্রশ্নে ভুল সিদ্ধান্ত নেয় নাই আর নেবেও না এটি আমার অন্তরের বিশ্বাস।
আমার যে বন্ধুটি আমাকে " রেড মওলানা " কে আপনাদের স্মরন করিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর প্রতি একরাশ ভালবাসা ও অভিনন্দন। শুভেচ্ছা। তিনি আমাকে নিচের স্টিকারটি সংগ্রহ করে আপনাদের দেখাবার জন্য পাঠিয়েছেন। নিচে দেখুন স্টিকারটি।
ধন্যবাদ।।
লেখক: অ্যাক্টিভিস্ট ও রাজনীতিক বিশ্লেষক।
২১০ বার পড়া হয়েছে