সারাদেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের মধ্যপাড়ার একটি পুকুরে মর্জিনা খানম (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলে পুকুরে ভাসছিল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের মধ্যপাড়ার একটি পুকুরে মর্জিনা খানম (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
মর্জিনা খানম বাঁকা পূর্বপাড়ার মৃত তোবারেক শেখের মেয়ে। তিনি গত ১৭ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।
রোববার সন্ধ্যায় পুকুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, মর্জিনা খানম মানসিক প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর