জাতীয়

আইজিপি বাহারুল আলমের সিআইডির অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা।

দ্বিতীয় দিনের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।


সভার শুরুতে ডিআইজি (এইচআরএম) মাহবুবুর রহমান সিআইডির গুরুত্ব তুলে ধরে দক্ষ জনবল, প্রযুক্তিনির্ভর সফটওয়্যার, ক্রাইমসিন ভ্যান, যানবাহন ও হালনাগাদ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।


এরপর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) এ. এফ. এম. আনজুমান কালাম, বিপিএম-বার একটি বিস্তারিত উপস্থাপনায় সিআইডির ইতিহাস, কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “সিআইডিকে আধুনিক করতে এআই-ভিত্তিক বিগ ডাটা অ্যানালাইসিস, ফরেনসিক টুলস এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এজন্য প্রয়োজন যথাযথ বাজেট, প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট।”


সভায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পাশাপাশি কাঠামোগত সীমাবদ্ধতা দূরীকরণের দিকেও আলোকপাত করা হয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করেন আইজিপি।


সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, “সিআইডি দেশের গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। আমরা সিআইডিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনআস্থাভাজন সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”


আইজিপি বাহারুল আলম তার বক্তব্যে বলেন, “সিআইডি একটি ঐতিহ্যবাহী ও আস্থাভাজন প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের মাধ্যমে সিআইডি তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ভবিষ্যতে আরও জনবল উন্নয়ন, প্রযুক্তি হালনাগাদ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সিআইডিকে আরও শক্তিশালী করা হবে।”


সমাপনী দিনে রাজশাহী ও রংপুর বিভাগ, অর্গানাইজড ক্রাইম, ফরেনসিক, প্রশাসন এবং ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) চলমান কার্যক্রম উপস্থাপন করা হয়। সভায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন