দগ্ধ ২৮ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় দগ্ধ ২৮ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর ১টার কিছু পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস, আর অন্তত ২৮ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মোট ২৮ জনের নাম ইনস্টিটিউটের ভর্তি তালিকায় যুক্ত হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিমানবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ(১৪), মাহিন (১৫), আবিদ(১৭), রফি বড়ুয়া(২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা(৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয়(১৪), সামিয়া।
১০৫ বার পড়া হয়েছে