জাতীয়

উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনীসহ কয়েক বাহিনী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে দ্রুত অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট।

এছাড়াও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং র‌্যাব সদস্যরা অংশ নিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং পরে উত্তরার আকাশসীমায় বিধ্বস্ত হয়।


তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন