জাতীয়

বিমান বিধ্বস্ত: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরে আছড়ে পড়ে।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কলেজের ক্যানটিন ভবনের ছাদে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচলসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি কলেজ ক্যানটিনের ছাদে পড়ে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরায় এটি বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন