আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৬৭ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এতে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও শতাধিক।

বিবিসির খবরে বলা হয়, এ ঘটনার সময় ইসরায়েলি বাহিনী (আইডিএফ) সতর্কতামূলক গুলি চালানোর দাবি করলেও হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে বির্তক রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই দিন গাজার অন্যান্য এলাকায় ত্রাণের জন্য অপেক্ষার সময় গুলিতে নিহত হয়েছেন আরও ৬ জন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের রাজধানী গাজার শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. হাসান আল-শায়ার জানিয়েছেন, গুরুতর আহতদের সেবা দিতে হাসপাতাল হিমশিম খাচ্ছে। কেউ কেউকে কাছাকাছি ফিল্ড হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অংশ দেইর আল-বালাহ-এর বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, সবাইকে দ্রুত আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় চলে যেতে হবে।

বিবিসি বলছে, এই স্থানান্তরের নির্দেশ ভবিষ্যতে সেখানে বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে—যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

জাতিসংঘ জানায়, গাজাবাসী চরম খাদ্য ও চিকিৎসা সংকটে আছে এবং জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন