রাজনীতি

আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, আমরা ঐক্য চাই: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভেদ তৈরি করতে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, "স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে বলে রাজনৈতিক বিভেদ তৈরি করা হচ্ছে। অথচ স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আমরা সবাই এই অর্জনকে নিজেদের করে নিয়েছি। আমরা বিভক্তি চাই না, চাই জাতীয় ঐক্য।"

রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’।

সালাহউদ্দিন বলেন, “যারা স্বাধীনতার ইতিহাসকে পুঁজি করে বিভেদ তৈরি করছে, তারা প্রকৃতপক্ষে ঐক্য নষ্ট করছে। আওয়ামী লীগই এই বিভাজনের রাজনীতি শুরু করেছে।”

তিনি বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেই ঐক্য তৈরি হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেটিই আজকের জাতীয় ঐক্যের ভিত্তি, সেটিকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “পৃথিবীর কোথাও কোনো স্বৈরাচার নিজে থেকে ক্ষমতা ছেড়ে দেয়নি। তারাই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। শেখ মুজিব যেমন ক্ষমতা হস্তান্তরের কোনো পথ রাখেননি, বর্তমান শাসকরাও তা-ই করছে।”

তিনি আরও বলেন, "৭১-এর চেতনার মতো ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়েও যেন চেতনার ব্যবসা না হয়।"

আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কথা স্মরণ করে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশের ইতিহাস যত দিন বেঁচে থাকবে, শহীদ আবু সাঈদের নামও তত দিন অম্লান থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ এবং আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহাবুর রাহমান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন