যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি 'সতর্কবার্তা' বাংলাদেশের জন্য: দেবপ্রিয়

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো "নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট" (এনডিএ) স্বাক্ষরিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, এতদিন কোনো বিষয়কে ‘নন-পেপার’ হিসেবে বিবেচনা করা হলেও এবার তা সরাসরি এনডিএর মাধ্যমে একটি আইনি বাধ্যবাধকতায় রূপ নিয়েছে।
রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ : কোন পথে বাংলাদেশ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ড. দেবপ্রিয় বলেন, "এনডিএর আওতায় এখন এমনকি যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করেও, তার কাছেও এই তথ্য প্রকাশ করা যাবে না। এটি একটি নজিরবিহীন ঘটনা।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে কিছুটা ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেন, "কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগোচ্ছি। এমন নির্দোষ আর নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি।" তিনি আরও যোগ করেন, দুর্বল এবং সমন্বয়হীন সরকারগুলো রাজনৈতিক বৈধতা না থাকলে আন্তর্জাতিক দর-কষাকষিতে সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তবে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন শুল্কনীতিকে দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলেও মনে করেন দেবপ্রিয়। তা সত্ত্বেও এই পরিবর্তনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ "ওয়েক আপ কল" হিসেবে দেখছেন তিনি।
তার ভাষায়, "মার্কিন শুল্ক ব্যবস্থা আমাদের জন্য একটি সতর্কবার্তা। এটি পণ্য বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা গঠনের গুরুত্ব তুলে ধরছে। বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণে এই বার্তাটি উপেক্ষা করা উচিত নয়।"
১২৪ বার পড়া হয়েছে