স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪২৯ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে—১৩৩ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, ঢাকা বিভাগের বাইরে ২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুর বিভাগে ৬ জন।

একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১১ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ৫৮.৭ শতাংশ এবং নারী ৪১.৩ শতাংশ। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৯৪ জন। আর ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সর্বমোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন