সর্বশেষ

খেলা

শুরুতেই ধস, মাত্র ৪৬ রানে নেই পাকিস্তানের ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথম ১০ বলেই ১৮ রান তুলে ঝড়ো শুরুর ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই আগ্রাসন থামিয়ে দেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে মাত্র ৬ রানে ফিরিয়ে এনে প্রথম আঘাত হানেন তিনি।

এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

দ্বিতীয় ধাক্কা দেন শেখ মেহেদী। আগের ম্যাচে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করা মোহাম্মদ হারিসকে ফেরান মাত্র ৪ রানে। ফখর জামান কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও তার সঙ্গীরা যেন একের পর এক হতাশ করছিলেন।

এরপর তানজিম হাসান সাকিব দারুণ এক স্পেলে তুলে নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার উইকেট। স্কুপ করতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৩ রান করে। একই ওভারে তার ক্যাচ বেঁচে গিয়েও শেষ রক্ষা হয়নি।

পরের ওভারেই মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে হাসান নেওয়াজকে শূন্য রানে ফিরিয়ে দেন। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ছয় ওভারে স্কোরবোর্ডে মাত্র ৪১ রান।

এরপর আসে আরেকটি ধাক্কা—রানআউট। দুর্দান্ত এক থ্রোয়ে মোহাম্মদ নেওয়াজকে বিদায় করেন লিটন দাস। ৫ বলে ৩ রান করে ননস্ট্রাইকার প্রান্তে রানআউট হন তিনি। ৪৬ রানেই পাকিস্তান হারায় ৫ উইকেট।

শেখ মেহেদীর করা প্রথম ওভারেই ফখর মারেন দুটি চার। পরের ওভারে তাসকিনকে চার মারেন আইয়ুব। কিন্তু ইনসাইড ফ্লিক করতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন আইয়ুব। ফখর যদিও কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশি বোলারদের ধারালো আক্রমণে ধসে পড়ে পাকিস্তানি টপ অর্ডার।

শেষ পাঁচ ওভারে মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ম্যাচের শুরুতেই দাপট দেখিয়েছে বাংলাদেশ।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন