নড়াইলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে নাশকতা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের নড়াইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোজাম খান, লোহাগড়া পৌর যুবলীগের সিনিয়র নির্বাহী সদস্য জাহিদ খান এবং পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার তদন্ত ওসি জামিল কবির জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যার ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
১০৪ বার পড়া হয়েছে