চিকিৎসা

বাতিল করা হলো শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্ধতিগত অসঙ্গতির কারণে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম জানান, এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় বিষয়টি পরিচালনা বোর্ডের সভায় আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, নিয়োগ বাতিল করে নিয়মিত প্রক্রিয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্র জানায়, গত ২৯ জুন অধ্যাপক মো. মাহবুবুল হক অ্যাডহক ভিত্তিতে ৬৫ জন চিকিৎসক নিয়োগের প্রস্তাব তৈরি করেন, যা পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক অনুমোদন দেন।

তবে এই নিয়োগের ক্ষেত্রে সংবাদপত্র বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। কেবলমাত্র ১ জুন হাসপাতালের নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি টাঙানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম গ্রেডে পাঁচটি বিভাগে (শিশু মেডিসিন, শিশু সার্জারি, শিশু অ্যানেসথেসিয়া, ইএনটি ও ম্যাক্সিলোফেসিয়াল) চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত বা অধ্যয়নরত চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে।

২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের পরিচালকের কাছে চিঠি দিয়ে জানতে চায়, অ্যাডহক নিয়োগের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না। জবাবে ৭ জুলাই পরিচালকের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ হাসপাতালের চাকরি বিধিমালার আলোকে এবং পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে।

তবে এরপর, ১০ জুলাই মন্ত্রণালয় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। এখন নতুন করে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
চিকিৎসা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন