জুলাই পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়িতে এনসিপির সংবাদ সম্মেলন

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিকে সফল করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির খাগড়াছড়ি জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল সংগঠক, মানবাধিকার সেল-এর সহ-সম্পাদক ও আইন সেল-এর সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা। তিনি জানান, আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছি জেলা সদরে অনুষ্ঠিত হবে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির কেন্দ্রীয় কর্মযজ্ঞ। দুপুর ১২টায় শুরু হবে এ মহাসমাবেশ, যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
কর্মসূচিতে অংশ নিতে খাগড়াছড়ি আসছেন এনসিপি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. হারিচুর রহমান (রনি), খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আখলিমা আক্তার ও সুবোধ চাকমা।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের ঘোষক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
এছাড়াও অংশগ্রহণ করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম যারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও রাজনৈতিক অঙ্গীকারকে স্মরণ ও পুনর্ব্যক্ত করা। খাগড়াছড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ হবে এ উপলক্ষ্যে আয়োজিত অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান।
১২৯ বার পড়া হয়েছে