সারাদেশ

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের (OHCHR) অফিস স্থাপন এবং হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘জঙ্গি নাটক’ হিসেবে প্রচার করার প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা শাখার নেতারা।

সোমবার সকালে শহরের কফি হাউজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মুফতী আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতী জাকারিয়া, মুফতী এজাজ, যুগ্ম সম্পাদক মুফতী যোবায়ের, অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল হতে পারে। এতে দেশের অভ্যন্তরীণ নীতিমালা আন্তর্জাতিক মহলের প্রভাবাধীন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

এছাড়া, হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিকে পরিকল্পিতভাবে ‘জঙ্গি কর্মকাণ্ড’ হিসেবে প্রচার করার চেষ্টার নিন্দা জানিয়ে বলা হয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সংগঠনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি জানানো হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন