সারাদেশ

উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে , উদ্বেগে চরের মানুষ

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। রংপুরের ডালিয়া পয়েন্টে রোববার সকাল ৬টায় পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় যেকোনো মুহূর্তে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানি নিয়ন্ত্রণে রাখতে।

তিস্তা নদীর পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় নিচু অঞ্চল এবং নদী তীরবর্তী ফসলের জমি তলিয়ে যেতে শুরু করেছে। এতে নদীর চরাঞ্চলে বসবাসরত শতাধিক পরিবারের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পানি দ্রুত বেড়েছে এবং অনেক চরের ফসল ইতোমধ্যে পানির নিচে চলে গেছে।

স্থানীয় বাসিন্দা কুদ্দুস মিয়া জানান, "আমরা যাঁরা নদীপাড়ে থাকি, আমাদের জীবন চলে বন্যা, খরা আর নদীভাঙনের সঙ্গে লড়াই করে। ভারত উজানে গজলডোবা গেট দিয়ে যখন খুশি পানি ছেড়ে দেয়—তখনই আমাদের দুর্ভোগ শুরু হয়। শুধু বৃষ্টিতে বন্যা হয় না, আসল কারণ ভারতের উজানের পানি।"

তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, ভোর থেকে পানির উচ্চতা বাড়ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যারেজের সব গেট খোলা রয়েছে যাতে পানির চাপ কমিয়ে রাখা যায়।

প্রকল্প বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে আমরা সতর্ক অবস্থানে আছি এবং চরের বাসিন্দাদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।”

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন