সাহিত্য
যতদূর দেখ!
নদী ও পানি

বাবুল পিয়ার
রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যতদূর দেখ!
নীল আকাশ পানিতে ছুঁই ছুঁই।
গাংচিল আশে পাশে পাখনা মিলে
কাশফুল বনেচরের পাশে ঘোরে -
নদীতে শিকার খোঁজে আপন মনে।
নৌকার সারীতে পালতুলে ধীরেধীরে
মাঝিয়ান গানের সুরেন বয়ে চলে।
আমার বাংলায় নদী পাড়ের মিলন
যুগ হতে যুগান্তর পূর্বপুরুষ মাটি ও পানি।
পানির ঢ়েউ ভাজে ভাজে নৌকা দোলায়,
থেমে থাকা মনের ভাবনা ঝাকি দেয়!
কবিতার ছন্দ হয়ে কলমের কালিতে
কখনো মানুষের মুখে গানের কলিতে।
হয়ত একদিন পানি ও নদীর মিতালী
জলস্রোতে দেখা হবে খেয়া পাড়ে।
১৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর