৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট আগামী ১৫ অক্টোবর দাখিল করার নির্দেশ দিয়েছে।
অভিযুক্তদের মধ্যে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও সাবেক সরকারি কর্মকর্তারা, যাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য উচ্চপর্যায়ের ব্যক্তিরা।
মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক ২৩ কর্মকর্তাও অভিযুক্ত হিসেবে নামজারি করেছেন, যার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
রোববার (২০ জুলাই) সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩৯ জন আসামিকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আদালত এ নির্দেশ প্রদান করেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি ৩৯ জনসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলায় আরও নাম রয়েছে আওয়ামী লীগের মন্ত্রী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের।
জুলাই-আগস্টের হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গতবছর তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হয়, যেখানে নিরাপদ ও নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে সরকারের নির্দেশনাকারী ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন উর্ধ্বতন ব্যক্তির নাম রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে