হাসিনাকে ক্ষমা করা যাবে না, বিচার হবেই: মির্জা ফখরুল

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে ‘নৃশংসতা’ ও ‘নিপীড়ন’ চলছে, তা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়।
তিনি বলেন, “হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। তার বিচার হবেই।”
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক স্মরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে প্রতীকীভাবে মাজার এলাকায় নিম গাছ রোপণ করা হয়।
এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “সে ছেলেটাকে দেখে পরিবার স্বপ্ন দেখেছিল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ভ্যানে তুলে অন্যান্য মরদেহের সঙ্গে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কোনো স্বাধীন দেশের সরকারের কাজ হতে পারে না।”
তিনি আরও বলেন, “পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যারা আমাদের করের টাকায় বেতন পান, তারা আজ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। সন্তান হত্যার দায় রাষ্ট্রকে নিতেই হবে।”
মির্জা ফখরুল জানান, আহত ও নিহত শহীদ পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে একটি ফান্ড গঠন করা হবে। তিনি বলেন, “আজই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে একটি ফান্ড গঠন করবো। যাতে শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
১০৬ বার পড়া হয়েছে