সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয়সহ জেলা পর্যায়ের অসংখ্য মানুষ অংশ নেন।

সমাবেশ ঘিরে বিকেল থেকেই বান্দরবান প্রেসক্লাবের সামনে জমে উঠতে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। বিকেল ৪টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

যদিও পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টায়, তবে চট্টগ্রামের চকরিয়ায় এনসিপি নেতাকর্মীরা বাধার সম্মুখীন হওয়ায় অনুষ্ঠানটি বিলম্বিত হয়। পরে রাত ৯টার দিকে কেন্দ্রীয় নেতারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল এবং জেলা আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বান্দরবান বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে ১২টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র নিয়ে বসবাস করে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা পাহাড়ি জনগণের অধিকার নিয়ে কখনও চিন্তা করেনি। এনসিপি ক্ষমতায় এলে জাতীয় সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।”

সমাবেশে অংশ নিতে উপস্থিত শত শত মানুষ দীর্ঘসময় অপেক্ষা করে নেতাদের বক্তব্য শোনেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন