শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সিয়াম সরকার (২২)।
পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জানা যায়, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ওই এলাকায় বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা অপর সহযোগী রাফসান পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার নিজেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয় এবং বাসে আগুন লাগানোর পরিকল্পনার বিষয়টি স্বীকার করে।
পলাতক রাফসানকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে