আগামী তিন দিনে উচ্চকক্ষ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে: আলী রীয়াজ

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ বিষয় নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন। তিনি জানান, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে একটি চূড়ান্ত সনদ প্রস্তুত করার কাজ করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া যাবে।"
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তিনি জানান, বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রস্তাব দিয়েছে, যা কমিশনের প্রস্তাবের সঙ্গে মিলিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অবশেষে, তিনি আশা প্রকাশ করেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সকল পক্ষ আজ একমত হতে পারবেন।
১১৭ বার পড়া হয়েছে