জাতীয়
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ, আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
২৮ বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক বেগ, সাঃ সম্পাদক মাসুদ

স্টাফ রিপোর্টার
রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ, আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
উভয়েই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।
গত শনিবার সন্ধ্যায় ঢাকার পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের উপস্থিতিতে তাঁদের আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।
এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন, এবং কামারুম মুনিরা।
নির্বাচনের পর জানানো হয়, অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর