পিআর নিয়ে আগে থেকেই শোরগোল করছে একটি দল: সালাহউদ্দিন

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি, অথচ ইতিমধ্যে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে হৈচৈ শুরু করেছে একটি দল—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে এখন যারা সমাবেশ করছে, তারা বারবার ‘পিআর, পিআর’ বলে চিৎকার করছে। নির্বাচন এখনও হয়নি, তারিখও ঘোষণা হয়নি, তার আগেই পিআর নিয়ে উৎসব শুরু হয়ে গেছে। সোহরাওয়ার্দী যদি নির্বাচনী এলাকা হয়, তাহলে যাদের ভাগ্যে একটি আসন জুটবে, তারাই এখন পিআর নিয়ে চেঁচামেচি করছে।”
তিনি আরও বলেন, “ইভিএমে যেখানে ভোট দেওয়ার সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে ওঠেনি, সেখানে পিআর পদ্ধতি চালু করে আদৌ একটি গ্রহণযোগ্য সরকার গঠন সম্ভব কি না, সেটাই প্রশ্ন।”
গণঅভ্যুত্থানকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “৫ আগস্টের আগে সবাই এক কাতারে ছিল, এখন বিভক্ত হয়ে পড়েছি—জামায়াত, বিএনপি, এনসিপি সবাই আলাদা পথে হাঁটছে। এই বিভক্তি ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বড় বাধা।”
সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, “কয়েকটি আসনের লোভে যদি বড় স্বার্থ বিসর্জন দিই, তাহলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, গুজব, অপপ্রচার এবং কৃত্রিম বিভ্রান্তির আশঙ্কাও তত বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও গুজবের মাধ্যমে যদি বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে।”
১১১ বার পড়া হয়েছে