সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইমরান হোসেন, ঝিনাইদহ
ইমরান হোসেন, ঝিনাইদহ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে ‘অপপ্রচার’ এবং সারাদেশে ‘আইনশৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালাম। সমাবেশে তিনি ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

তারা আরও অভিযোগ করেন, “আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে।”

সমাবেশে ছাত্রদল নেতারা সকল নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন