ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিনাইদহে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই ম্যারাথনের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রায় ২০০ জন বিভিন্ন বয়সের তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা।
ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ, স্বর্ণকার পট্টি ও পোস্ট অফিস মোড় হয়ে ৩ কিলোমিটার পথ অতিক্রম করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুইটি ক্যাটাগরিতে মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের সেক্রেটারি আ. আওয়াল এবং জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে