নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি সারজিস আলমের

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বাংলাদেশে প্রকৃত অর্থে দেশপ্রেমভিত্তিক রাষ্ট্র গড়তে হলে ১৯৭২ সালের সংবিধান থেকে সরে এসে নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “একটি নতুন জুলাই এসেছে, কিন্তু মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো থামেনি। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তারা এখনো সক্রিয়। মুজিববাদ কেবল রাজনৈতিক নয়, এটি একটি আদর্শ। তাই শুধু আইন দিয়ে তাদের মোকাবিলা সম্ভব নয়—প্রয়োজন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রতিরোধ।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, তবে মুজিববাদবিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বাংলাদেশে ‘নতুন করে ভারতপন্থী মুজিববাদী শক্তি’ সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করে সারজিস বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে কেবল বাংলাদেশপন্থি শক্তিরই স্থান হবে। অন্যান্য পক্ষের জন্য এখানে কোনো জায়গা নেই।”
তিনি স্মরণ করেন, “গত জুলাই-আগস্টে সহস্রাধিক ছাত্র-জনতা রক্ত দিয়েছেন। সে ত্যাগ বৃথা যেতে পারে না।”
আন্তর্বর্তীকালীন সরকার ও বিচারের দাবি
সারজিস আলম আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সুশীল ভূমিকায় দেখতে চাই না। বরং তাদের উচিত হবে ‘অভ্যুত্থান-পরবর্তী সরকার’ হিসেবে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করা। সেই রায় কার্যকর হতে হবে।”
তিনি এ সময় বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখার আহ্বান জানান।
নারী ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সারজিস বলেন, “সব পক্ষের অধিকার রক্ষায় নতুন সংবিধান জরুরি।”
তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পক্ষে, তবে কোনো দলের দালালি করব না। যদি কেউ চাঁদাবাজি বা দখলবাজি করে, তাও সরাসরি বলব। একইসঙ্গে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।”
১১৭ বার পড়া হয়েছে