দুর্নীতিবিরোধী লড়াইয়ের ঘোষণা জামায়াত আমিরের

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “একটা লড়াই আমরা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূল উৎসমূল খুঁজে বের করতে তারুণ্য ও যৌবনের শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।”
তবে বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। এক পর্যায়ে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে কিছুটা সুস্থ হলে বসে বসেই বাকিটা বক্তব্য দেন। এর আগে বক্তব্য পুনরায় দাঁড়িয়ে শুরু করলে আবারও তিনি দুর্বলতা অনুভব করেন।
সমাবেশে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পর আজ আমরা একটি অনুকূল পরিবেশে সমাবেশ করছি। এই পথচলায় যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিখোঁজ বা নির্যাতিত হয়েছেন—তাঁদের প্রতি আমরা চিরঋণী।”
এ সময় তিনি আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “আবু সাঈদরা বুক পেতে না দাঁড়ালে, গুলি লুফে না নিলে, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতে পেতাম না।”
সমাবেশস্থলে ডা. শফিকুর রহমান দুপুর ১২টা ১৫ মিনিটে পৌঁছান। এ সময় রাস্তার দুপাশে থাকা দলীয় নেতা-কর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। হাসিমুখে হাত নেড়ে সাড়া দেন আমির।
১২২ বার পড়া হয়েছে