চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে দেওয়ার অভিযোগ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নিজের পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, "চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির কর্মীরা। তারা বহর ঘিরে বিএনপির স্থায়ী কমিটির একজন নেতার নামে স্লোগান দিচ্ছেন। এর আগে লোহাগড়ায় এনসিপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।"
পোস্টে তিনি আরও দাবি করেন, "যেভাবে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করেছে, এখন বিএনপিও সেই একই পথ অনুসরণ করছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা না নিলে, পরিণতিও হতে পারে একই রকম।"
তবে এই বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চকরিয়ায় এর আগেও এনসিপির এক নেতার বক্তব্য ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়, যার জেরে স্থানীয়ভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮৩ বার পড়া হয়েছে