২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে ১৫ হাজার ৪৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগ নয়—সারা বছর ধরেই দেখা যাচ্ছে এর প্রাদুর্ভাব। অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “বৃষ্টি শুরু হলে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, “শুধু জেল-জরিমানা আর সচেতনতা প্রচার যথেষ্ট নয়। কার্যকর মশা নিয়ন্ত্রণের জন্য জরিপভিত্তিক পদক্ষেপ ও দক্ষ জনবল দিয়ে সুনির্দিষ্ট অভিযান চালাতে হবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার ছিল রেকর্ড পরিমাণে। সেবছর আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
১১৮ বার পড়া হয়েছে