সারাদেশ

গোপালগঞ্জে রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর গোপালগঞ্জে ফের কারফিউ জারি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। তবে পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার পর ফের কারফিউ কার্যকর করা হবে।

জেলা প্রশাসক বলেন, "সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ে কারফিউ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কয়েক দফা সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

পরবর্তীতে সহিংসতা না থামায় কারফিউর সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়। ওই দিন তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও তা কার্যকর হয়। পরে শুক্রবার রাতে কারফিউর সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত করা হয়।

শনিবার সকালে কারফিউ শিথিল করে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে রাত ৮টার পর ফের কারফিউ কার্যকর হচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন